ক্রাইমবার্তা রিপোট:ইবি সংবাদদাতা-ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বাংলা মাধ্যমে খালেদা জিয়া হল ও ইংরেজি মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল বিজয়ী হয়েছে।
প্রতিযোগিতার ফাইনাল পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, প্রফেসর ড. এস.এম মোস্তফা কামাল।
ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান।
বাংলা মাধ্যমের বিতর্ক শেখ হাসিনা হল ও খালেদা জিয়া হলের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় খালেদা জিয়া হল চ্যাম্পিয়ন ও শেখ হাসিনা হল রানার্স আপ হয়েছেন।
এছাড়াও ইংরেজি মাধ্যমের বিতর্ক শহীদ জিয়াউর রহমান হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবু রহমান হল চ্যাম্পিয়ন ও শহীদ জিয়াউর রহমান হল রানার্স আপ হয়েছেন।
ইবিতে মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্র প্রদর্শনী
ইবি সংবাদদাতা-
বিজয়ের মাসে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্র। বুধবার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদ দলীয় টেন্টে এ চিত্র প্রদর্শনীর আয়োজন করে। তিন দিনব্যপী এ আয়োজনে মুক্তিযুদ্ধের সময় নানান দুর্লব ছবি প্রদর্শিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীরা ঘুরে ঘুরে এসব ছবি দেখছেন।