ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:মাত্র নয় রানের একটা ইনিংস খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। তবে মঙ্গলবার ছোট্ট ইনিংসই বিগ ব্যাশে রীতিমত তোলপাড় করে দিল। কারণ সিডনি থান্ডারের এই ডান হাতি ব্যাটসম্যান খেলতে নেমেছিলেন কালো রঙের একটা ব্যাট নিয়ে।
তখনই প্রতিপক্ষ সিডনি সিক্সার্সের অধিনায়ক ব্র্যাড হ্যাডিন আপত্তি করেছিলেন। ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়ারদের কাছে প্রশ্ন করেছিলেন, ক্রিকেট আইনে এমন ব্যাট ব্যবহার করা আদৌ বৈধ কি না!
তবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) অবশ্য ক্রিকেট আইনের ধার ধারছে না। তারা এমন ব্যাট ব্যবহারকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছে বুধবার। সংস্থাটি মনে করছে এরকম ব্যাট ব্যবহারের কারণে বলের রং নষ্ট হয়ে যেতে পারে।
বিগ ব্যাশের প্রধান অ্যান্থনি এভারার্ড বলেন, ‘আমরা আন্দ্রে রাসেলকে কালো ব্যাট ব্যবহারের অনুমতি দিচ্ছি না। এরকম ব্যাট ব্যবহারের কারণে বলের রং নষ্ট হয়ে যাচ্ছে বলে ম্যাচ অফিসিয়ালরা জানিয়েছেন। বলকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো কিছু ব্যবহারের অনুমতি আমরা দিতে পারি না।’
আগামী বৃহস্পতিবার সিডনি থান্ডারের প্রতিপক্ষ মেলবোর্ন রেনেগেডস। সেই ম্যাচে ব্যাট পাল্টে মাঠে নামার কোনো বিকল্প নেই রাসেলের সামনে!
সূত্র: এবিসি অনলাইন