শ্যামনগর ব্যুরো: শ্যামনগরে গৃহবধুর বিয়ের মেহেদীর লার রং না মুছতে গৃহবধু রীমা (১৮) চলে গেলো না ফেরার দেশে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রীমার লাশ থানায় ছিলো। এলাকা সূত্রে জানা গেছে রীমা ও রাহানুল ইসলাম মামাতো ফুফাতো ভাই বোন। তাদের মধ্যে প্রেমের সম্পর্কের কারনে বিগত দেড়মাস পূর্বে তাদের বিবাহ হয়। অতএব এ বিবাহে রাহানুলের পিতা মেনে নিলেও তার মাতা কোন মতেও মেনে নিতে পারেনি। বিয়ের পর থেকে বউ শাশুড়ির মধ্যে মত বিরোধ চলে আসছিলো। তাদের আদি বাড়ি বরিশাল জেলায়। রাহানুলের পিতা রুহুর আমিন শ্যামনগর উপজেলা ইঞ্জিনিয়ার অফিসের ৪র্থ শ্রেণীর চাকুরী করার সুবাদে শ্যামনগর বাদঘাটা গ্রামে ভাড়া বাসায় বসবাস করেন। গতকাল মঙ্গলবার তাদের বাদঘাটা ভাড়াবাড়ি থেকে গৃহবধুকে গলায় রশিতে ধুলন্ত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারকৃত শ্যামনগর থানার এসআই হালিম খন্দকার বলেন, রীমার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তার অভিভাবকরা শ্যামনগরে আসলে লাশ মর্গে প্রেরন করা হবে।
Check Also
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করেননি সমাজী
জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক …