ক্রাইমবার্তা রিপোট: অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ অতিথিরা। ছবি : নিউজ রুম ফটো
বাসাবাড়িতে আর কখনোই গ্যাস সংযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ বুধবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব ফেয়ার-২০১৬ উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
বাসা-বাড়িতে গ্যাস সংযোগের জন্য যাঁরা টাকা জমা দিয়েছেন তাঁদের টাকা ফেরত নেওয়ার কথা বলেন নসরুল হামিদ। তিনি আরো বলেন, এখন যেসব সংযোগ আছে, তাও আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, শহরের বস্তির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। দ্রুত এ ব্যাপারে একটা সমাধানের পথ খুঁজে বের করা হবে। ২১ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত এবারের রিহ্যাব ফেয়ার প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলবে। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) এ মেলায় বেশ কিছু ডেভেলপার প্রতিষ্ঠান ফ্ল্যাট ও প্লটে ছাড় দিচ্ছে।