ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ হোসেন : সাতক্ষীরায় সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহনের জন্য সদস্য বাছাইয়ে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার ১দিন বিজ্ঞাপন দিয়ে মঙ্গলবার বাছাই সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে যে ধরনের দরকারি কাগজপত্র চাওয়া হয়েছে তা একদিনের মধ্যে সদস্যদের সংগ্রহ করা খুবই দূরুহ ব্যাপার বলে অভিযোগ প্রার্থীদের। একই সাথে মোটা অংকের অর্থ বাণিজ্যের মাধ্যমে বাছাই সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।ভূক্তভোগী প্রার্থী আহসানউল্লাহ, হাসানুজ্জামান, তুষারুজ্জামান ও জহিরুল,শফিকুল ইসলাম,ওয়াহেদুজ্জামান অভিযোগ করে বলেন, যারা ১ লক্ষ ২০ হাজার টাকা দিতে পেরেছে তারাই বাছাইয়ে সুযোগ পেয়েছে।
অর্থ বাণিজ্যের অভিযোগের খবরে সকালে একদল সংবাদ কর্মী জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে গেলেও তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। বাছাইয়ে অনিয়ম সম্পর্কে মোবাইলে জানতে চাইলে খুলনা রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আকবার আলী বলেন, আপনাদের কোন প্রার্থী আছে কিনা বলুন। তাকে নেওয়া হবে। অর্থ বাণিজ্যের অভিযোগের কথা জানতে চাইলে মোমেনা খাতুন বলেন, আপনারা সংবাদ প্রকাশ করুন। আমার ক্ষমতা থাকলে আমি প্রতিবাদ দেব। বাছাইয়ের ক্ষেত্রে মোট ১০০ জন প্রার্থীর মধ্যে প্রাথমিকভাবে ৩২ জনকে রাখা হয়। তারমধ্যে ২০ সদস্য বাছাই করবে কর্তৃপক্ষ। এর মধ্যে একাধিক প্রার্থীর নিকট থেকে এক থেকে দেড় লক্ষ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে প্রার্থীরা। বাছাই কমিটিতে ডিজি প্রতিনিধি ছিলেন ভিডিপি শাখার উপ-পরিচালক (প্রশিক্ষণ) কামরুল ইসলাম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার কে.এম মনিরুল ইসলাম। তবে অর্থ বাণিজ্যের অভিযোগের তীর সহকারি কর্মকর্তা, থানা প্রশিক্ষণ কর্মকর্তা মোমেনা খাতুনের উপর। মোমেনা খাতুন জনপ্রতি ১ থেকে দেড় লক্ষ টাকা গ্রহন করেছেন বলেও অভিযোগ রয়েছে। এর আগে এই মোমেনার বিরুদ্ধে একাধিকবার জাতীয় নির্বাচনসহ বিভিন্ন সময় অর্থ বানিজ্যের অভিযোগে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য যে, মোমেনা খাতুনের উপর ২০১৪ সালে দশম জাতীয় নির্বাচনে সাধারণ আনসারদের ভোটের ডিউটিতে বরাদ্ধকৃত টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে। সেই অভিযোগে ভূক্তভোগীরা সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করেছিল। এর পর তার অভিযোগ করে মহা-পরিচালক বরাবর এবং একটি মামলা করে যার ধার্যদিন চলতি মাসে ২৭ ডিসেম্বর। মামলা নং সিআর ২৬১/১৬(সাত)।
Check Also
সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা
শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা :সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা জেলা …