ক্রাইমবার্তা রিপোট:বর্তমান সরকার অসহায় গরীব ও দুস্থ পরিবারকে নিয়ে নানা উন্নয়ন মুখি কাজ করে গেলেও সাতক্ষীরায় সঠিক প্রচার ও নিয়ম কানোনের জটিলতায় সুভিদা থেকে বঞ্চিত হচ্ছে আকিরন বিবির মতো আরও অনেক মানুষ। কখন কিভাবে নামের তালিকা হয়ে যাই আর তালিকায় দায়িত্বে থাকা কর্মকর্তাদের পিয়জনের নাম উঠে আসে। সঠিক তদারকির অভাবে প্রকিত ভুক্ত ভোগিরা আদেও এ সুযোগ সুভিদা পাইকিনা fআকিরন বিবি এমন প্রশ্ন রাখলেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুসিল সমাজের কাছে। শহরে লাঠি ভর দিয়ে হেঁটে, হেঁটে দু’মুঠো ভাতরে জন্য সংগ্রামে লপ্তি ৭০ বছর বয়সী বৃদ্ধা আকরিন ববি। মঙ্গলবার বলো ৩ টায় শহররে পানসি রেস্তারার পাশে দেখা মেলে এই বৃদ্ধার সাথ। শুকনো মুখ আর ক্লান্তস্বরে সাহায্য চাইছনে সকলরে কাছ। করছনে ভক্ষিা। শহররে পুরাতন সাতক্ষীরা ঘোষপাড়া এলাকার শহরআলি কবিরাজ মোড় এলাকার বাসন্দিা তনি। ঢাক ঢোল পটিেিয় জেলাকে ভক্ষিুকমুক্ত করার সরকারি উদ্যোগের ফলাফল একি এমন যখন ভাবছি ঠকি তখনই কাছে আসলনে এই বৃদ্ধা। যাহায্য চাইলনে। সাহায্য করার র্পূবে তার জীবন বৃত্তান্ত জানতে চাইলে আকরিন ববি শুরু করনে তার কষ্টের জীবন সংগ্রামের কাহনী। তনি বলনে, ৪৪ বছর আগে স্বামী দবিরউদ্দিন মোল্লা মারা গছেন। ৩৯ বছর বয়সী একমাত্র ছলে আব্দুল বাকি প্রতবন্ধী। দু’চোঁখে দখেতে পায় না। হা-পা অচল। নেিজ একমুঠো খাওয়া আর ছলেরে মুখে দু’মুঠো ভাত তুলে দওেয়ার জন্যই তনি সকলরে কাছে সাহায্য চান। তনি বলনে, স্বামি মারা যাওয়ার পর অন্যের বাড়িতে কাজ করতাম। বয়স বেশি হয়ে যাওয়ায় এখন আর কেউ কাজেও নেয় না। অনেক বার সাতক্ষীরা পৌরসভায় গিয়েছি একটি র্কাডের জন্য কিন্তু কেউ করে দেয়নি। তাই বাধ্য হয়েই ভিক্ষার পথ বছে নিয়েছি। ছেলে আর আমার দু’মুঠো খাওয়ার ব্যবস্থা হলে ভক্ষিা করতাম না। তবে সদর উপজলো নর্বিাহী অফসিার নুর হোসনে সজলকে জানানোর পর তনি বলনে, বষিয়টি আমার জানা ছিল না। তাকে কিভাবে সাহায্য সহযোগতিা করা যায় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহন করা হবে।
Check Also
লক্ষ টাকার ৮ দলীয় নলতা শরীফ কাপ ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ২য় খেলা অনুষ্ঠিত
মামুন বিল্লাহ (কালিগঞ্জ সাতক্ষীরা):-সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল প্রাঙ্গনে বন্ধু মহলের আয়োজনে …