ক্রাইমবার্তা রিপোট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। বর্তমান নির্বাচন ব্যবস্থার নামে নির্বাচন প্রকল্প চলছে। এই প্রকল্পের কাজ হলো, নির্বাচন ছাড়াই ক্ষমতা দখল করা।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বীর উত্তর শহীদ জিয়া শিক্ষা ও গবেষণা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘বিজয়ের ৪৫ বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এ সভায় তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের ইতিহাস প্রোপাগান্ডার মধ্যেই রয়েছে। যে দিন এ পোবাগান্ডা শেষ হবে, ওই দিন থেকে সঠিক ইতিহাস আবার শুরু হবে।
দেশের গণতন্ত্র ও নাগরিকরা তাদের অধিকারর হারিয়ে ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারকে উদ্দেশ্য করে আমীর খসরু বলেন, দেশের জনগণের গণতন্ত্র, ক্ষমতা ও তাদের ভোটাধিকা ফিরিয়ে দিন। অন্যথায় কিভাবে ক্ষমতা ছিনিয়ে নিতে হয়, তা এদেশের জনগণ ভালো করেই জানে।
আয়োজক সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তাফা ভুইয়া প্রমুখ বক্তব্যে রাখেন।