নিশ্চুপ আইভী বাসা থেকে বের হননি

ক্রাইমবার্তা রিপোট:নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী একেবারেই নিশ্চুপ রয়েছেন। বাসা থেকে বের হননি তিনি। বুধবার সকাল থেকেই শহরের দেওভোগে নিজ বাসায় ছিলেন তিনি। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ভিড় করতে থাকে। ওই সময়ে তিনি নির্বাচনী কলাকৌশল নিয়েই ব্যস্ত থাকেন। গণমাধ্যম কর্মীরা বাসায় ভিড় করলেও তিনি কথা বলতে রাজি হয়নি।

বেলা ১১টার দিকে আইভী একবার ভবনের তৃতীয় তলার ফ্লাট থেকে নিচে নেমে আসেন। তিনি গণমাধ্যমকে বলেন, আমি আজ কোনো কথা বলবো না। ভোটের দিন কথা বলবো।

এদিকে পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা তার বাড়ি এবং তার নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বলে দেখা গেছে।
বাসার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্য আব্দুস সালাম বলেন, নিরাপত্তার জন্য আগে থেকে এখানে পুলিশের একটি দল স্থায়ীভাবে কাজ করছে। নির্বাচনকে কেন্দ্রে করে এখন শিফটে দায়িত্ব পালন করছি। তিনি প্রার্থী হওয়ার পর থেকে গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন।

Check Also

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।