ক্রাইমবার্তা রিপোট:মোঃ মনিরুজ্জামান।:রাজাপুর প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর প্রেসক্লাব আয়োজিত হানিফ মৃধা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রেসক্লাব চত্ত্বরে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান।
প্রেসক্লাব সভাপতি আবদুল বারেক ফরাজীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ এইচ এম খায়রুল আলম সরফরাজ, এ্যাডঃ সঞ্জীব কুমার বিশ্বাস, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন মজিবর মৃধা, রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনীর উল গীয়াস, প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ শামসুল আলম বাবুল, সাইফুল ইসলাম লালু প্রমুখ। উপস্থিত ছিলেন আলহাজ্ব মালেক হাওলাদার, ইউপি সদস্য মোঃ তৌহীদুল ইসলাম প্রমুখ। টুর্নামেন্ট কমিটির আহবায়ক মোঃ খলিলুর রহমান জানান এ টুর্নামেন্টে বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলার মোট ১৬টি দল অংশ গ্রহনের জন্য তালিকাভুক্ত হয়েছে। উদ্বোধনী খেলায় ঝালকাঠি বয়েজ ক্লাব-(২), দক্ষিন ভান্ডারিয়া প্রগতী স্পোটিং ক্লাবকে ২-০ সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উর্ত্তীণ হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, প্রেসক্লাব সদস্য মেহেদী হাসান জসীম।
