ক্রাইমবার্তা রিপোট:শার্শা সংবাদদাতাঃ- যশোরের শার্শায় এক ইটভাটা শ্রমিক তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিনগত রাতে শার্শার উলাশী সম্বন্ধকাঠি কে বি ভাটায়। শার্শা পুলিশ ঘাতক স্বামী রাফজান (২৪) আটক করেেেছ। নিহত ফতেমা (২১) এর মরদেহ ময়না তদন্তের জন্য বুধবার সকালে যশোর ২৫০শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে পুলিশ। সূত্রে জানা গেছে, মঙ্গরবার দিনগত রাতে শার্শার সম্বন্ধকাঠি কে বি ইট ভাটার ইটকাটা শ্রমিক রাফজান তার অন্তঃস্তÍা স্ত্রী ফতেমা খাতুনকে মঙ্গলবার রাতে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে। বুধবার সকালে রাফজান অন্য শ্রমিকদের জানায় তার স্ত্রী রাতে আত্মহত্যা করেছে। ভাটা শ্রমিক নিহতের ভাই রায়হান ও রাসেল জানান তারা তার বোনকে রাফজানের শোয়ারঘরের লেপের মধ্যে থেকে তার বোনের মৃতদেহ পড়ে থাকতে দেখেছে। ভাটার মালিক ঘটনাটি জানতে পেরে ঘটনা স্থলে আসে। স্থানীয়রা তাৎক্ষনিক শার্শা থানায় খবর দিলে পুলিশ ঘটনা স্থলে এসে লাস উদ্ধার করে এবং ঘাতক স্বামী রাফজানকে আটক করে থানায় নিয়ে যায়। আটক রাফজান সাতক্ষীরা জেলার আশাশুনি থানার খাসবাগান গ্রামের মিজানুর রহমানের ছেলে। নিহত ফতেমা খাতুন একই গ্রামের রবিউল হোসেনর মেয়ে। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান এ প্রতিনিধিকে জানান, এ ঘটনায় একটি
অপমৃত্যু মামলা হয়েছে। সুরোতহাল রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনার মামলা হবে বলে তিনি জানান। আসামী রাফজানকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
