আরবি বলায় বিমান থেকে নামিয়ে দেওয়া হলো

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :টেলিফোনে মায়ের সঙ্গে কথা বলার সময় আরবি ভাষা ব্যবহার করায় ইউটিউব তারকা অ্যাডাম সালেহকে ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইট থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে লন্ডনের হিথরো এয়ারপোর্টে অপেক্ষারত ডেল্টা এয়ারলাইন্সের লন্ডন-নিউইয়র্ক ফ্লাইটে।

যদিও বিমান কর্তৃপক্ষ বলছে, অন্য যাত্রীদের বিরক্ত করার অভিযোগে তাকে প্লেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, ইউটিউব অ্যাকাউন্টে পোস্ট করা অ্যাডাম সালেহের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আরবি বলায় বিমান থেকে নামিয়ে দেওয়া হলো

সেখানে এই ইউটিউব তারকাকে দেখা যায়, বিমান যাত্রীদের মাঝে দাঁড়িয়ে তাকে অন্যায়ভাবে নামিয়ে দেওয়ার জন্য অভিযোগ করতে।

ভিডিওতে তিনি বলছেন, ‘আমাদের বের করে দেওয়া হয়েছে, কেননা আমরা ভিন্ন ভাষায় কথা বলছিলাম। এটা অবিশ্বাস্য, এটা ২০১৬ সাল!’

তিনি বলেন, আমি আরবিতে আমার মা-এর সঙ্গে কথা বলছিলাম, বন্ধুর সাথে বলছিলাম। কয়েকজন পাকিস্তানী, এমনকি আমেরিকান কয়েকজন যাত্রীও বিমানের পাইলটকে বলেছেন, এটা অন্যায়। আমি খুবই দুঃখ পেয়েছি, আমি এটা বিশ্বাসই করতে পারছি না!’

একপর্যায়ে তার কণ্ঠ আবেগ আর কান্নায় রুদ্ধ হয়ে আসে।

ইউটিউবে বিদ্রূপাত্মক ভিডিও পোস্ট করে তারকা বনে যাওয়া অ্যাডাম সালেহ বিবিসি’কে জানান, বিমান ছাড়ার আগে যখন তিনি মোবাইলফোনে তার মা-এর সাথে আরবীতে কথা বলছিলেন, তখন একজন মহিলা সহযাত্রী অস্বস্তি প্রকাশ করেন।

ডেল্টা এয়ারলাইন্স এক বিবৃতিতে বলছে, ‘কেবিনে ঝামেলা করার জন্য দুই যাত্রীকে ফ্লাইট থেকে নামিয়ে দেয়া হয়েছে। তাদের কারণে আরও ২০ যাত্রী অস্বস্তির মধ্যে পড়েছিলেন।’

বিবৃতিতে বলা হয়েছে, আসল ঘটনা পর্যালোচনা করে দেখা হচ্ছে এবং যে কোনো বৈষম্যের অভিযোগ খুব গুরুত্বের সাথে দেখা হয় বলে জানিয়েছে এই মার্কিন বিমান সংস্থা।

এর আগে অ্যাডাম সালেহ বিমানে মুসলিমদের সাথে অন্য যাত্রীরা কেমন আচরণ করে সে নিয়ে বেশকিছু ভিডিও ধারণ করে পোস্ট করেছিল।

Check Also

স্ত্রীকে নিয়ে ঢাকায় রিকশা চালালেন পাকিস্তানের হাইকমিশনার

ঢাকায় রিকশা চালাচ্ছেন পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ! ভাবতে অবাক লাগলেও সম্প্রতি তেমনি এক ঘটনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।