ক্রাইমবার্তা রিপোট:দিনাজপুর শহরের কসবা এলাকার আউলিয়াপুর লুর্থারন মিশন স্কুলে চোরের ছুরিকাঘাতে শিবু সরেন নামের এক আদিবাসী নৈশ প্রহরী খুন হয়েছে। গতকাল বুধবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড় দিনের আগে এ ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে।মিশনটি নরওয়ের সাহায্যপুষ্ট বাংলাদেশ নর্দার্ন ইভ্যান জুলিক্যান লুর্থারন চার্চ দ্বারা পরিচালিত। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি অবস্থান নিয়েছে র্যাব ১৩ এর স্থানীয় ক্যাম্পের সদস্যরা।
জানা গেছে, শিবু সরেন পেশায় অটোবাইক চালক। পাশাপাশি বাড়ির পাশের লুর্থারন মিশনে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করতেন তিনি। বুধবার রাত ১২টার দিকে মিশনের স্কুলের পেছনে একজন চোরের সঙ্গে ধস্তাধস্তির সময় তার পেটে ছুরিকাঘাত করা হয়। তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি। মিশনটিতে প্রায়ই ছিঁচকে চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তিন নাবালক সন্তানের জনক শিবু হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম।
সকালে আলামত উদ্ধার করেছেন র্যাব পুলিশসহ পিআইবি’র সদস্যরা। ঘটনাস্থল পরিদর্শনসহ নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে পুলিশ। এ ব্যাপারে আতঙ্কিত না হতে আহ্বান জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ। কোতোয়ালি থানার পরিদর্শক রেদওয়ানুর রহিম জানান, দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন স্বজনরা।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শনসহ নিহতের পরিবারকে ২০ হাজার টাকা তুলে দিয়ে আরো সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। ঘটনার দ্রুত বিচার করা হবে বলে জানান তিনি।