ক্রাইমবার্তা রিপোট:জিয়ারুল ইসলাম॥ কুষ্টিয়ার মিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে আরজান সর্দ্দার (৪৫) নামের এক কৃষকের তামাক কর্তন করেছে দূর্বৃত্তরা।
গত বৃহস্পতিবার ভোরে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধলসা মাঠে এ ঘটনা ঘটে।
এ ব্যপারে চাষী আরজান সর্দ্দার জানান, গত কয়েকদিন আগে থেকে পাশের বাড়ির লালন খার ছেলে মিনহাজ খা, ইসলাম খার ছেলে লালন ও মনসুর, মৃত খালেকের ছেলে জাহাঙ্গীরসহ বেশ কয়েকজন প্রতিবেশী কারনে-অকারনের আমার পরিবারের সাথে ঝগড়া,ফ্যাসাদে জড়ায় এবং রাতের বেলায় আমার টিনের চালে ঢিল ছুড়তো। এই মর্মে আমি মিরপুর থানায় লিখিত অভিযোগ করি। অভিযোগ তদন্ত এখনও হয়নি এবং অভিযোগের ২৪ ঘন্টা পার হতে না হতেই আবার কে বা কারা গত ভোর রাতে আমার কাজীর মাঠে লীজ নেওয়া এক বিঘা জমির তামাক কর্তন করে ফেলে রেখে দিয়েছে। এতে আনুমানিক ৬০,০০০ টাকার ক্ষতি হয়েছে। তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানান প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করে আমার পরিবারকে সুন্দরভাবে বসবাস করার সুযোগ দেওয়ার জন্য।