ক্রাইমবার্তা রিপোট:ইবি সংবাদদাতা-‘আসুন শীতার্তদের পাশে দাঁড়াই’ শ্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শীত বস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডোরে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে তারুণ্যের সহ-সভাপতি শাহীন আফরোজ বিপাশার সঞ্চালনায় ও আব্দুল ওয়াদুদ বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। এছাড়াও প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের সহযোগী অধ্যাপক ড. অব্দুল গফুর গাজীসহ তারুণ্যের সদস্যরা উপস্থিত ছিলেন।
Check Also
সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …