ক্রাইমবার্তা রিপোট:সাতক্ষীরা সদর উপজেলার মহাদেবনগর গ্রামের কলেজছাত্র গৌতম সরকার হত্যায় জড়িত সন্দেহে গতকাল বুধবার আরও একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর নাম ফজিলা খাতুন। বাড়ি মহাদেবনগর গ্রামে। তিনি ওই হত্যা মামলার আসামি সাজু শেখের মা।
এদিকে শনিবার গৌতমের লাশ উদ্ধারের পর মহাদেবনগরসহ আশপাশের তিনটি গ্রামের মানুষ গ্রেপ্তার আতঙ্কে ভুগছে। সন্ধ্যার পরপর এসব এলাকা অনেকটা ফাঁকা হয়ে যাচ্ছে।
গতকাল দুপুরে সাতক্ষীরা-৩ আসনের সাংসদ ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক মহাদেবনগর গ্রামে নিহত গৌতম সরকারের বাড়িতে যান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নিহত ব্যক্তির বাবা গণেশ সরকার, মা সন্ধ্যা সরকারসহ স্বজনদের সান্ত্বনা দেন। এ সময় তিনি বলেন, অপরাধী যে বা যারাই হোক, তাদের বিচারের আওতায় আনা হবে। তাঁদের শাস্তি পেতে হবে।
সাতক্ষীরা সদর থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, ফজিলা খাতুনকে গতকাল দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। আসামি মহসিন মোড়ল ও শাওনকে একদিন রিমান্ড শেষে মঙ্গলবার সন্ধ্যায় কারাগারে পাঠানো হয়েছে।
Check Also
সাতক্ষীরায় লটারীতে টিকে থাকা ৭১ শিক্ষার্থীকে ভর্তির সুযোগের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি ভর্তির লটারীতে টিকে থাকার পরও শুধুমাত্র বয়সের অজুহাতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা …