ক্রাইমবার্তা রিপোট:নড়াইল জেলা পরিষদ নির্বাচন জমে উঠেছে। এদিকে, ইলেক্টোরাল পদ্ধতির এ নির্বাচনেও প্রার্থীদের প্রচারে ঘাটতি নেই।
নড়াইলের বিভিন্ন জায়গায় প্রচারণা আচরণবিধি ভঙ্গের পর্যায়ে চলে গেলেও সে ব্যাপারে নির্বাচন কমিশনের কোনো ভ্রুক্ষেপ নেই। গত ২০ ডিসেম্বর থেকে জেলা পরিষদের সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের নারী প্রার্থী নাজনীন সুলতানা রোজীর প্রতীক সম্বলিত রঙিন বিলবোর্ডসহ এলাকার ভোটারদের বাড়িতে রঙিন স্টিকার লক্ষ্য করা গেছে।গতকাল বুধবার এ ব্যাপারে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফের কাছে মৌখিকভাবে অভিযোগ তোলেন প্রতিদ্বন্ধী প্রার্থীরা। ওই অভিযোগের পর ওইদিন বিকেলে ডুমুরতলা কেন্দ্র থেকে বিলবোর্ড সরিয়ে নিলেও তা প্রশাসনের নজরে আসেনি। ২১ ডিসেম্বর রাত পর্যন্ত তুলারামপুর ও হবখালী কেন্দ্রে রঙিন বিলবোর্ড থাকতে দেখা গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আচরণবিধি ভঙ্গের কোনো ব্যবস্থা নেয়নি। আজ বৃহস্পতিবার খবর জানতে পেরে তিনটি বিলবোর্ড সরিয়ে নেওয়া হলেও রঙিন স্টিকার রয়ে গেছে।
এ ব্যাপারে জেলা পরিষদ নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিমউদ্দিনের সঙ্গে কথা বললে তিনি বলেন, “ওগুলো তো সরিয়ে নিয়েছে। না সরিয়ে থাকলে আচরণবিধি ভঙ্গের ব্যবস্থা নেওয়া হবে। ” আচরণবিধি ভঙ্গের ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ কালের কণ্ঠকে জানান, অভিযোগ পাওয়ার পরই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।