সফুরা খাতুন কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করা নিয়ে উত্তেজনা

ক্রাইমবার্তা রিপোট:নারায়নগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সিদ্ধিরগঞ্জ এলাকার ৬ নং ওয়ার্ডের সফুরা খাতুন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঢুকে ভোট চাওয়াকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টির ঘটনা ঘটেছে। তবে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটার আগেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেয়।20

আজ বৃহস্পতিবার দুপুরে সেলিনা হায়াৎ আইভী সমর্থিত (ঘুড়ি) প্রতীকের কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম মণ্ডল ও শামীম ওসমান সমর্থিত (ঠেলা গাড়ি) প্রতীকের কাউন্সিলর মতিউর রহমান মতির সমর্থকদের মধ্যে ওই ঘটনা ঘটে।

জানা যায়, ঘুড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম মণ্ডল ভোট কেন্দ্রে ঢুকে ভোটারদের তাকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করার চেষ্টা করে। এসময় এর বিরোধীতা করেন ঠেলা গাড়ি প্রতীকের কাউন্সিলর মতিউর রহমান মতি। পরে এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। পরে তারা পাল্টাপাল্টি অবস্থান নিলে আইন শৃঙ্খলা পরিস্থিত অবনতির শঙ্কায় সেখানকার নিরাপত্তা বাহিনীর সদস্যরা লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

মতিউর রহমান মতি অভিযোগ করেন, সাইফুল ইসলাম মণ্ডল কেন্দ্রে ঢুকে ভোটারদের কাছে ভোট চাচ্ছিল, যা নিয়ম বহির্ভূত।

Check Also

সাতক্ষীরা রেঞ্জ থেকে দুবলার চরে গেলেন ৪০১জন পূণ্যার্থী

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে অনুমতি নিয়ে বঙ্গোপসাগরের দুবলার চরে রাস মেলায় গেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।