ক্রাইমবার্তা রিপোট:কুমিল্লায় আলাদা তিনটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।
আজ শুক্রবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত জেলার সদর ও চৌদ্দগ্রাম উপজেলার ধর্মতলায় এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর ৫টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানা এলাকার দয়াপুর এলাকায় ছন্দু হোটেলের সামনে একটি ট্রাক মুরগিবাহী পিকাপভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় পিকআপভ্যান থেকে রাস্তার পাশে ছিটকে পরে চার আরোহী। এতে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, জেলার চৌদ্দগ্রাম থেকে ঢাকামুখী মুরগিবাহী পিকআপভ্যানে থাকা চারজনের সবাই নিহত হয়েছেন। তাঁদের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
সকাল সাড়ে ৯টায় কুমিল্লা সদর থানা এলাকার ক্যান্টনমেন্ট বাজারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি ট্রাকের চাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন।
তৃতীয় সড়ক দুর্ঘটনাটি ঘটেছে একই মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামের ধর্মপুরের দোলপাড়ায়। সকাল ১০টায় মহাসড়কের দোলপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় এক নারী নিহত হন।