তালায় বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড এর আওতায় ৬মাস ও ৩মাস মেয়াদী কনসেপ্ট কম্পিউটার ট্রেনিং পরীক্ষা অনুষ্টিত

ক্রাইমবার্তা রিপোট:মোঃ আকবর হোসেন,তালাঃ তালা উপজেলায় ২৩ ডিসেম্বর শুক্রবার সকালে তালা কনসেপ্ট কম্পিউটার ট্রেনিং ইন্সিটিটিউট, মহিলা কলেজ তালা সাতক্ষীরায় ৩৪১২৬ নং কোড কেন্দ্রে বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড এর আওতায় ৬মাস ও ৩মাস মেয়াদী(জুলাই-ডিসেম্বর ও অক্টোবর-ডিসেম্বর) সেশন 13২০১৬ চুড়ান্ত পরীক্ষা অনুষ্টিত হয়েছে । ব্যবহারিক পরীক্ষা ২৩ ও ২৪ ডিসেম্বর একই ভেন্যু তালা মহিলা কলেজে অনুষ্টিত হবে । ৭টি কনসেপ্ট কম্পিউটার ট্রেনিং ইন্সিটিটিউটের আওতায় সর্বমোট ৩৭১ জন প্রশিক্ষনার্থি উক্ত কম্পিউটার প্রশিক্ষন কোর্সে প্রশিক্ষন নিয়েছে । এর মধ্যে ২৪ জন পরীক্ষায় অনুপস্থিত রয়েছে । যে ৭টি প্রতিষ্টানে প্রশিক্ষন নিয়েছে সেটা হল,  কনসেপ্ট কম্পিউটার ট্রেনিং ইন্সিটিটিউট, মহিলা কলেজ রোড,তালা । জাদপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, জাদপুর তালা-সাতক্ষীরা । সেতু কম্পিউটার ট্রেনিং ইন্সিটিটিউট,সিরাশুনি,তালা- সাতক্ষীরা। সুন্দরবন কম্পিউটার ইন্সিটিটিউট,পাইকগাছা-খুলনা । কাশিমনগর কম্পিউটার ট্রেনিং ইন্সিটিটিউট,পাইকগাছা-খুলনা । রোজ কম্পিউটার ট্রেনিং ইন্সিটিটিউট,পাটকেলঘাটা-সাতক্ষীরা । ইউনাইটেড কম্পিউটার ট্রেনিং ইন্সিটিটিউট,মাগুরা বারুইপাড়া,তালা-সাতক্ষীরা । উক্ত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান, তালা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান,সাংবাদিক সব্যসাচী মজুমদার বাপ্পি এবং সাংবাদিক মোঃ আকবর হোসেন প্রমুখ ।

Check Also

সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।