রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে ইসলামী ঐক্যজোটের বিক্ষোভ

ক্রাইমবার্তা রিপোট:মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের হত্যা, নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী ঐক্যজোট। ছবি : ফোকাস বাংলা

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের হত্যা, নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ঐক্য জোট।

আজ শুক্রবার বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন জোটের নেতাকর্মী ও সমর্থকরা। মিছিলটি পল্টন মোড় ঘুরে দৈনিক বাংলার মোড়ে এসে শেষ হয়। মিছিল থেকে মিয়ানমারের নেত্রী অং সান সু চির বিরুদ্ধে স্লোগান দেন ইসলামী ঐক্যজোটের নেতাকর্মীরা।

এর আগে একই প্রতিবাদ জানিয়ে বায়তুল মোকাররমে প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি। সমাবেশে সংগঠনের নেতাকর্মীরা সারা বিশ্বের মুসলমানসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান রোহিঙ্গা ইস্যুতে একটি তহবিল গঠনের আহ্বান জানান। তিনি বলেন, ‘আসুন, একসঙ্গে এমন একটা প্রতিবাদ আমরা করি, যে লক্ষ লক্ষ

মানুষ যদি রাস্তায় নেমে আসে তাহলে ইনশাল্লাহ দুনিয়ার দৃষ্টি এদিকে আসবে এবং প্রকৃতভাবেই দুনিয়ার মুসলমানদের পাশে আমরা দাঁড়াতে পারব।’

 

Check Also

ভোমরা বন্দরে চার মাসে ৪০০ কোটি টাকা আয়

দক্ষিণবঙ্গ সাতক্ষীরার আধুনিক নিরাপদ ও পরিবেশ বান্ধব বাণিজ্যিককেন্দ্র ভোমরা স্থল বন্দর। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।