ক্রাইমবার্তা রিপোট: খুলনা প্রতিনিধি:: খুলনায় মিয়ানমারে রহিঙ্গা মুসলিম গণহত্যা ও পীর সাহেব চরমোনাই এর আহব্বানে মিয়ানমারে অভিমুখে লংমার্চে বাধার প্রতিবাদে বিক্ষোব মিছিল ও সমাবেশ করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার বিকাল তিনটায় খুলনা নগরীরির মূল প্রানকেন্দ্রে ডাক বাংলা মোড়ে এই সমাবেশ হয়। এবং পরে সমাবেশ শেষে এক মিছিল বাহির হয়। মিছিলটি খুলনা শহর একবার প্রদক্ষিণ করে শেষ হয়।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী শাসন তন্ত্র দল খুলনা মহানগর সভাপতি মাওলানা মুজাম্মেল হক।
সমাববেশে বক্তাগণের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির মোঃ ওলিউর রহমান ও ইসলামি শাসন তন্ত্র যুব আন্দোলন এর সাবেক নেতা মাসুদুর রহমান সহ আরো অনেকে।
সমাবেশে বক্তাগণ তাদের বক্তব্যে মিয়ানমারের প্রধানমন্ত্রিকে অবিলম্বে রহিঙ্গা মুসলিম গণহত্যা বন্দ করারর জন্য আহব্বন জানান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রিকে উদেশ্য করে বলেন তিনি যেন বাংলাদেশ মিয়ানমারের মধ্যে ডে বডার আছে সে বডারকে মিয়ানমারের মুসলিমদের জন্য উন্মুক্ত করে দেন।
এবং পীর সাহেব চরমোনাই মিয়ানমার অভিমুখে যে লং মার্চের ডাকদেন সেটাতে বাধা প্রদান করাতে গভির ক্ষোব প্রকাশ করেন।