ক্রাইমবার্তা রিপোট:রাজধানীর উত্তরার দক্ষিণখানে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে দুই শিশুসহ দুই নারী আত্মসমর্পণ করেছেন। তাদের মধ্যে নিহত জঙ্গি নেতা মেজর জাহিদের স্ত্রী থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তারা ওই বাসা থেকে বেরিয়ে এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
এর আগে জানা যায়, আশকোনায় যে বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা হয়েছে সেখানে নিহত জঙ্গি মেজর জাহিদের স্ত্রী জেবুন্নাহার শিলা ও জঙ্গি তানভীর কাদেরির ছেলে আফিফ কাদেরি অবস্থান করছেন বলে ধারণা করছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট। কাউন্টার টেররিজমের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা তাদের অবস্থানের বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। তাদের জীবিত আটকের চেষ্টা করা হচ্ছে। সেজন্য বারবার আত্মসমর্পণের আহ্বান জানানো হচ্ছে। আত্মসমর্পণ না করলে আস্তানা গুড়িয়ে দেয়া হবে।