কাশিমপুর কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

ক্রাইমবার্তা রিপোট:গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ওমর আলী (৬২) নামের ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক বন্দীর মারা গেছেন। আজ শনিবার সকালে হৃদন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে হাসপাতালের চিকিৎসরা জানিয়েছেন।

ওমর আলী নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার মধ্যসাদী এলাকার রুস্তম আলীর ছেলে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার মো. মিজানুর রহমান জানান, সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওমর আলী। পরে তাকে কারাহাসপাতালে ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতলে পাঠালে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানায় দায়ের করা ১৯৯৮ সানের একটি খুনের মামলায় আদালত ২০০৯ সালে ওমর আলীকে ফাঁসির দণ্ড দেন। ওমরকে এ বছরের জুনে নারায়নগঞ্জ জেলা কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারায়কারাগারে স্থানান্তর করা হয়।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতলের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, ওমর আলীকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।