মিরপুরে আলোর মেলা ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ক্রাইমবার্তা রিপোট:জিয়ারুল ইসলাম॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ানে ‘আলোর মেলা ফাউন্ডেশন’র আয়োজনে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 23
শনিবার সকালে উপজেলার ছাতিয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। সুন্দর ও মনোরম পরিবেশে পরীক্ষা চলাকালীন সময়ে মিরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জসিমউদ্দিন বিশ্বাস ও তার সহ-ধর্মিণী জাফিয়া সুলতানা জাফরীন বিশ্বাস, ছাতিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদ আলী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে জসিমউদ্দিন বিশ্বাস এই সৃজনশীলমুলক কাজের জন্য সংগঠনের নির্বাহী পরিচালক শুকমান আলী, পরিচালক হাসান আলী, রাশেদুল ইসলাম(টুটুল), মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সংগঠন পরিচালক রাশেদুল ইসলাম জানান, শামসুল আলম এবং ডাক্তার রুকমান আলীর তত্বাবধায়নে তারিক আজিজ, আব্দুল আজিজ, রাকিবুল ইসলাম, রাসেল আলী তাদের সাথে থেকে সার্বিকভাবে সহযোগীতা করে আসছে। গত চার বছর সফলতার সাথে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামী বছর ৫ম শ্রেণীর শিক্ষার্থীদেরও বৃত্তি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে।

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।