ওমর আলী নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার মধ্যসাদী এলাকার রুস্তম আলীর ছেলে।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার মো. মিজানুর রহমান জানান, সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওমর আলী। পরে তাকে কারাহাসপাতালে ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতলে পাঠালে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানায় দায়ের করা ১৯৯৮ সানের একটি খুনের মামলায় আদালত ২০০৯ সালে ওমর আলীকে ফাঁসির দণ্ড দেন। ওমরকে এ বছরের জুনে নারায়নগঞ্জ জেলা কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারায়কারাগারে স্থানান্তর করা হয়।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতলের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, ওমর আলীকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।