ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:টানা পাঁচটি রাত ট্রাক চালিয়ে ছেলের খেলা দেখতে এলেন এক বাবা।
ভারতের পশ্চিমবঙ্গের ঘটনা।
ছেলে হরজিতের সাথে দীর্ঘ দিন দেখা হয় না বাবা রাম পাল সিং-এর। ছেলে তার তারকা হকি খেলোয়াড়। আর তার খেলা দেখতেই টানা ট্রাক চালিয়ে এলেন বাবা।
জানান, পাঁচ রাত টানা ট্রাক চালিয়ে চণ্ডিগড় থেকে বাংলাদেশ বর্ডার হয়ে কলকাতা এসেছেন তিনি। কলকাতায় বেটন কাপ খেলতে এসেছেন হরজিত। ছেলে তার জুনিয়ার বিশ্বকাপজীয় ভারতীয় দলের অধিনায়ক।
দুই দিনের ছুটি নিয়ে ডানলপে ট্রাক রেখে বৃহস্পতিবার সকালে সোজা সাই মাঠে রামপাল। দুর থেকে একঝলক ছেলেকে দেখে গর্বের হাসি বাবা রামপালের মুখে। বিশ্বকাপ জয়ের পর এই প্রথম ছেলের মুখোমুখি রামপাল। পেশার তাগিদে দিনের পর দিন পরিবারকে কাছে পান না। কিন্তু ছেলের খবর প্রতিনিয়ত রাখেন তিনি। স্পর্শে না হলেও অনুভুতিতে ছেলে হরজিত সব সময় তার পাশে থাকেন। দু’জনেই আবেগতাড়িত।
৩২ বছর রাতের পর রাত জেগে স্টেয়ারিং হাতে হাজার হাজার পথ অতিক্রম করে গেছেন রামপাল। এবার থামার পালা। ছেলের অনুরোধে স্টেয়ারিংকে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছেন হরজিতের বাবা।
দুই দিন ছেলের সাথে থেকে দীর্ঘ সময় ধরে কাছে না পাওয়ার যন্ত্রণা কিছুটা লাঘব করতে চান রাম পাল সিং।