ক্রাইমবার্তা রিপোট: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর দেহ তল্লাশি করে প্রায় ৪ কেজি সোনা জব্দ করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।
ওই যাত্রীর নাম মহিউদ্দিন। রোববার বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে সোনাসহ তাকে আটক করা হয়। ঢাকা কাস্টমস হাউজের যুগ্মকমিশনার সোহেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, অভ্যন্তরীণ টার্মিনাল এলাকায় বিশেষ তল্লাশি করা হয়। টার্মিনাল পার হওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজি-০০২২ ফ্লাইটে (মাস্কাট-চট্টগ্রাম-ঢাকা) চট্টগ্রাম থেকে আসা যাত্রী মহিউদ্দিনকে চ্যালেঞ্জ করলে তা বেরিয়ে আসে। চট্টগ্রাম থেকে ওই ফ্লাইটে ঢাকায় আসলেও তার কাছে কোনো পাসপোর্ট ছিল না।
সূত্র আরো জানায়, প্রথমে মহিউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অস্বীকার করেন। পরে তার দেহ তল্লাশি করে কোমরে বাঁধা স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটে ৩ কেজি ৪৫০ গ্রাম ওজনের ৩০টি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক দাম এক কোটি ৬০ লাখ টাকা।
জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। মামলা শেষে তাকে কারাগারে পাঠানো হয়।