ক্রাইমবার্তা ডেস্ক রিপোট:৯২ জন আরোহী নিয়ে কৃষ্ণসাগরে বিধ্বস্ত রাশিয়ার সামরিক বিমানের আর কেউই বেঁচে নেই বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেলে এ তথ্য জানায় তারা। টুপোলেভ টিইউ-১৫৪ বিমানটি রাশিয়া থেকে সিরিয়ার দিকে যাচ্ছিল। খবর বিবিসি উর্দুর।
এর আগে রাশিয়ার বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, কৃষ্ণ সাগরের তীরবর্তী অবকাশ শহর সোচি থেকে বিমানটি ৫টা ২০ মিনিটে আকাশে ওড়ে। উড্ডয়নের ২০ মিনিটের মাথায় বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। ব্যবধানে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।
সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি সেনা বাহিনীর একটি গান-বাজনার দল এবং সাংবাদিকদের বহন করছিল বিমানটি। তবে উড়ার কিছু সময় পরই নিয়ন্ত্রণ কক্ষ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার কিছুক্ষণের মধ্যেই এ ঘটনা ঘটে। এদিকে, অভিযানে এখন পর্যন্ত চার মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। -ইন্টারফ্যাক্স।