ক্রাইমবার্তা রিপোট:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জঙ্গি নির্মূলে বর্তমান সরকার অত্যন্ত সফল। জঙ্গিরা বসে নেই, তারা আরো হামলা চালাতে পারে।
রবিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ফতেহপুরে নির্মাণাধীন ওভারপাসের কাজের অগ্রগতি পরিদর্শনকালে মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, জঙ্গি হামলার ব্যাপারে দেশের জনগণকে সচেতন থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে জঙ্গি মোকাবিলা করতে হবে।
নাসিক নির্বাচন সম্পর্কে বিএনপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ঐক্যবদ্ধ নয় বলে তাদের একেক জন একেক সুরে কথা বলে। অপরদিকে আওয়ামী লীগ ঐকবদ্ধ বলে একসুরে কথা বলে।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুরে ওভারপাস নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান পিবিএল ব্যর্থ হয়েছে। প্রতিষ্ঠানটি দুই বছরের কাজ- চার বছর চার মাসে মাত্র ৫১ শতাংশ করেছে। তাই কাজটি দ্রুত বাস্তবায়নের জন্য সেনাবাহিনীকে দেওয়া হয়েছে।