ক্রাইমবার্তা রিপোট:শেখ কামরুল ইসলাম ঃ সাতক্ষীরা জেলা পরিষদ র্নির্বাচনে সংরক্ষিত মহিলা ৪,৫,৬ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী রওশনারা রুবি নির্বাচনী প্রচার শেষে ধুলিহর হতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছে। শনিবার রাত ১০ টার দিকে পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদরাসার সংলগ্নে আসা মুহুর্তে তিনজন মুখোস পরা সন্ত্রাসী তার গাড়িতে অতর্কিত হামলা চালিয়ে তার ডান পা ভেঙ্গে দেয় ও লাটি এবং রড দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে । একপর্যায় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। উক্ত বিষয়ে তিনি সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগে আরও উল্লেখ করেন আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আমার জনপ্রিয়তা বেশি হওয়ার কারনে নির্বাচনের প্রতিপক্ষের দলের লোকজন এই হামলা করেছে।
