ক্রাইমবার্তা ডেস্ক রিপোট:বড়দিন উপলক্ষে লন্ডনের কয়েক হাজার মুসলিম ১০ টন খাদ্য বিতরণ করলেন গৃহহীনদের সাহায্যার্থে। গত শুক্রবার নামাযের পর পূর্ব লন্ডন মসজিদে এই খাবার সংগ্রহ করে।
খাবার ফেরির এই কর্মকান্ডে তৈরি ও বিতরণের কাজে নিয়োজিত ছিলেন হাজারো মুসলিম। সব মিলিয়ে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ৭,৫০০। শুক্রবারের নামায পড়বার পর স্বেচ্ছাসেবীরা খাবার সরবরাহ শুরু করেন। স্থানীয় স্কুল, কলেজ, বিশ্বদ্যিালয় ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে খাবার পাঠানো হয়। পরে সমস্ত খাবার অভাবী মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়; বিশেষত রাস্তায় বসবাস করা মানুষদের মধ্যে। খাবার যারা নেন তাদের ৯০ শতাংশই মুসলিম ছিলেন না।
অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের নেতারাও এই কর্মকান্ডের সমর্থনে অংশগ্রহণ করেন। খ্রিস্টান রেভারেন্ড গ্যারি ব্র্যাডলি বলেন, মানবতার খাতিরে সকল ধর্মের মানুষের এক হওয়ার একটি উদাহরণ এই খাবার ফেরি।