মোস্তাফিজের কাঁধেই এবার সিদ্ধান্তের ভার

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:যে কাঁধের চোটে খেলা থেকে এত দিন বিচ্ছিন্ন ছিলেন বাংলাদেশ দলের সেনশেসন মোস্তাফিজুর রহমান। এবার সে কাঁধেই ছেড়ে দেয়া হয়েছে খেলার সিদ্ধান্ত নেওয়ার ভার।

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার ছাড়পত্র দিয়েছে ফিজিও। অধিনায়কও বলছেন তারা মোস্তাফিজকে নিয়েই খেলতে চান। টিম ম্যানেজমেন্টও একমত অধিনায়কের সাথে। কিন্তু তারপরও রয়ে গেছে সিদ্ধান্তের বিষয়।

আসলে ব্যাপারটা মোস্তাফিজের বোলিংয়ে নয়, ফিল্ডিংয়ে। মাঠে থাকলে বোলিং করা ছাড়াও যেকোনো সময় বলের পেছনে ছুটতে হতে পারে মোস্তাফিজকে। থ্রো করতে হতে পারে দূর থেকে। সমস্যা সেখানেই। জোরে থ্রো করায় এখনো স্বচ্ছন্দ নন মোস্তাফিজ। বল করার জন্য যেটুকুই ফিট হয়েছেন, ও রকম এক-দুটি থ্রোতে নষ্ট হয়ে যেতে পারে সব। বোলিংয়ে ছন্দ ফিরে পেলেও মোস্তাফিজের খেলায় কিছুটা ঝুঁকি তাই থেকেই যায়।

হ্যাগলি ওভালে আজকের অনুশীলনে একটা অংশই ছিল মোস্তাফিজকে থ্রোয়িংয়ে অভ্যস্ত করে তোলা।

অনুশীলন শেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কথায়ও পাওয়া গেল সেই সুর, ‘সবকিছু নির্ভর করছে ওর ওপর। দিন শেষে চূড়ান্ত সিদ্ধান্তটা ওকেই নিতে হবে। মোস্তাফিজের জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। আজকেও সে বোলিং করেছে, কিছু ফিল্ডিং করেছে। আরেকবার রিভিউ করতে হবে। তার ওপরই সব নির্ভর করছে।’

মোস্তাফিজ কোনো চাপ মাথায় নিয়ে খেলুক, সেটা অবশ্য চান না অধিনায়ক, ‌‘ফিজিওর দিক থেকে ফিজিও নিশ্চিত। বাকিটা মোস্তাফিজের ওপর নির্ভর করছে। ও যদি মনে করে পারবে, তাহলে খেলবে। অবশ্যই আমরা চাইব না সে চাপ নিয়ে খেলুক। তাকে কোনো রকম চাপ দেওয়াও হবে না। ও নিজে চাইলেই কেবল খেলবে। কোনো সমস্যা থাকলে নিশ্চয়ই সে লুকাবে না।’

কোচ চন্ডিকা হাথুরুসিংহেও শতভাগ ফিট মোস্তাফিজকেই দলে চান, ‘আমার মতে ফিজ এই মুহূর্তে ৮০ ভাগ ফিট। তবে এখনো এক দিন বাকি। ওর খেলার ভালো সম্ভাবনা আছে। তবে এই মুহর্তে বলতে পারছি না যে খেলার জন্য শতভাগ প্রস্তুত সে। কাল সকালে দেখে সিদ্ধান্ত নেব।’ এরপরই যোগ করেছেন, ‘আমি সবাইকে শতভাগ ফিট চাই। ওরা জাতীয় দলের হয়ে খেলছে। আমরা একজনের দল নই। সবাইকে শতভাগ ফিট থাকতে হবে। সকালে যদি সে (মোস্তাফিজ) মনে করে শতভাগ ফিট আছে, তাহলে খেলবে।’

কাঁধের চোটে পড়ে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকলেও নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তার পারফরম্যান্স আশা জাগিয়েছে। এত দিন পর মাঠে ফিরে ৭ ওভার বল করে ২ উইকেট। এটাকে অবশ্য সুস্থতা হিসেবেই ধরে নেয়া যায়।

Check Also

সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।

স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।