ক্রাইমবার্তা রিপোট: আইয়ুব খানের স্বপ্ন বাস্তবায়ন থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজ উদ্দিন আহমেদ।
রোববার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘লুই কানের নকশা, পাকিস্তান পতাকার আদলে। স্বৈরাচারি আয়ুরের স্বপ্নের প্রতিফলন’ শীষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, জিয়ার কবর ঢাকা শহরকে পবিত্র করেছে। লুই কানের পাকিস্তানের জন্য আঁকা নকশা বাংলাদেশে বাস্তবায়ন করার সিদ্ধান্ত সরকারের নীতি গত ভুল। আইয়ুব খানের স্বপ্ন বাস্তবায়ন থেকে বিরত থাকুন।
এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের প্রকাশ্যে ভারত প্রেম আর অন্তর পাকিস্তান প্রেম। তাই তারা আইয়ু খানের স্বপ্ন লুইকানের নকশা বাস্তবায়নে ব্যস্ত হয়ে পড়েছে।
আয়োজক সংগঠনের সভাপতি অনুষ্ঠানে আবু নাসের মোহাম্মদ রহমত উল্লোর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।