আশকোনার অভিযান সম্পর্কে মির্জা ফখরুল, জানি না সত্য কী?

ক্রাইমবার্তা রিপোট:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছন, ‘আজকের পত্রিকায় দেখলাম আশকোনায় জঙ্গি হামলায় চার বছরের শিশু ক্ষত বিক্ষত হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে। তা দেখে আমার অন্তর আত্মা শুকিয়ে গেছে। একটা চার বছরের শিশু গ্রেনেড দ্বারা ক্ষত বিক্ষত হয়ে হাসপাতালের বেডে পড়ে আছে। কেন জঙ্গি আক্রমণ, তার মা জঙ্গি, বাবা জঙ্গি, জানি না সত্য কি। এক নির্মম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’
32
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আজকে গোটা রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছে। সম্পুর্ণ সুচিন্তিতভাবে পরিকল্পিতভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করতে এই অনৈতিক সরকার এই সমস্ত কাজ করে যাচ্ছে।’

রোববার রাজধানীর কাজী বশির মিলনায়তনে (মাহনগর নাট্যমঞ্চ) খেলাফত মজলিসের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় সাধারণ পরিষদের নবম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।

এই সরকারের হাতে কোন মানুষ নিরাপদ নয় জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারের আমলে সবখানে নৈরাজ্য চলছে। হিন্দুদের মন্দির ভেঙে দিচ্ছে, বৌদ্ধদের উপাসনালয় ভেঙে দিচ্ছে। সাঁওতালদের বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে।

অন্যের তাবেদার সরকার গভীর এক সংকটে দেশকে ফেলেছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশে এখন সত্যিকার অর্থেই গণতন্ত্র নাই। দেশের রাজনীতি এখন গভীর সংকটে। শুধু রাজনীতিই নয় অর্থনীতি, পররাষ্ট্রনীতি এখন গভীর সংকটে রয়েছে। আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে জনগণের ওপর স্টিম রোলার চালাচ্ছে।’

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অনেক মূল্য দিতে হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘খালেদার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রাম করেছে। এই আন্দোলনে অনেক মূল্য দিতে হয়েছে। অনেকের ফাঁসি হয়েছে, নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে সারা দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে এই অনৈতিক সরকার।’

সারা বিশ্বেই মুসলমানদের ওপর নির‌্যাতন হচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘আজকে সারাবিশ্বেই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তারা এক জোট হয়ে গেছে শান্তির ধর্ম ইসলাম ধ্বংস করার চক্রান্ত চলছে। আমাদেরকে প্রমাণ করতে হবে মুসলমানরা বিশৃঙ্খলা চায় না, তারা শান্তি চায়। আমরা শান্তির পক্ষে, বিশ্বশান্তির পক্ষে। মিয়ানমারে মুসলিম হত্যাযজ্ঞ চলছে কিন্তু জাতিসংঘ, ওআইসি কোন কথা বলছে না।’

খেলাফতে মজলিসের আমির মোহাম্মদ ইসাহাকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব আহমাদ আব্দুল কাদের, নায়েবে আমির সৈয়দ মুজিবুর রহমান, হেফাজতে ইসলামের নায়েবে আমির নূর হোসেন কাশেমী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল ডেমেক্রেটিক পার্টির চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা প্রমুখ।

Check Also

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।