ক্রাইমবার্তা রিপোট: নাটোরের লালপুরে জালাল উদ্দিন (২৪) নামে এক যুবককে শ্বাসরোধ করে ও সিংড়ার বাঁশের ব্রিজ এলাকায় অজ্ঞাত এক যুবতীকে আগুনে ঝলসে হত্যা করা হয়েছে।
আজ রোববার সকালে পুলিশ উভয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ রোববার সকালে লালপুর উপজেলার দক্ষিণ লালপুর এলাকার পদ্মার নদীর ধারের একটি আখ ক্ষেতে মাথাসহ গলা পর্যন্ত পুতে রাখা জালাল উদ্দিনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীরা পুলিশে খবর দেয়। লালপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
পরিবারের লোকজন লাশটি উত্তর লালপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে জালালের বলে সনাক্ত করে।
নিহত জালালের লালপুর বাজারে একটি পানের দোকান রয়েছে। পড়াশোনার পাশাপশি সে ওই দোকান পরিচালনা করে নিজের পড়াশোনার খরচ যোগাতো। শনিবার সন্ধ্যার পর সে দোকান বন্ধ করলেও রাতে বাড়ি ফেরেনি বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ। লালপুর থানার ওসি আবু ওবায়েদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মৃত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরদিকে নাটোরের সিংড়ায় আগুনে ঝলসানো অজ্ঞাত এক যুবতীর (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় নাটোর-বগুড়া মহাসড়কের বাঁশের ব্রিজ এলাকার ভাদিগাড়ী ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের বাঁশের ব্রিজ এলাকার ভাদিগাড়ী ধান ক্ষেতে এক অজ্ঞাত যুবতীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশের ধারণা কে বা কারা হত্যা করে লাশ ফেলে রেখে গেছে।
ওই জমির মালিক কৃষক আলহাজ্ব আফাজ উদ্দিনসহ অনেকে জানান, মেয়েটির লাশ আগুনে ঝলসানো থাকার কারণে কেউ তাকে চিনতে পারছে না।
সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মন্ডল জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অজ্ঞাত লাশ সনাক্তে বিভিন্ন থানায় মেসেজ পাঠানো হয়েছে।