সাতক্ষীরার যুবক মালয়েশিয়ায় খুন

ক্রাইমবার্তা রিপোট:সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া গ্রামের শেখ রিয়াদ হাসান পিন্টু (২৭) নামের এক যুবক মালয়েশিয়ায় খুন হয়েছেন। মালয়েশিয়ার তেসকো মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পিন্টু তালা উপজেলার জেঠুয়া গ্রামের শেখ আব্দুস সাত্তারের ছোট ছেলে। গত দুই বছর ধরে তিনি মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে অবস্থান করছিলেন।

সাতক্ষীরার যুবক মালয়েশিয়ায় খুন

নিহতের মেজো ভাই মেহেদী হাসান মিন্টু জানান, মালয়েশিয়াতে পিন্টুসহ এক রুমে সাতজন থাকতো। গত ২১ তারিখ রাতে পিন্টুকে মারপিট করে হত্যার পর পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া তার রুমমেটরা। এরপর বাড়ীতে বাবার কাছে ফোন দিয়ে বলে পিন্টু দুর্ঘটনায় আহত হয়েছে। তার চিকিৎসার জন্য হাসপাতালে তিন লাখ টাকা লাগবে। তারা বিকাশে টাকা চায়। কিন্তু বিকাশে তিন লাখ টাকা এক সঙ্গে না যাওয়ায় ব্যাংক একাউন্ট নাম্বার চাইলে তারা দিতে পারেনি। পরবর্তীতে হাসপাতালের একাউন্ট নাম্বার চাইলেও তারা দিতে পারেনি। এ নিয়ে সন্দেহ হলে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে রোববার দুপুরে নিশ্চিত হওয়া যায় পিন্টু নিহত হয়েছে। তবে কী কারণে পিন্টুকে হত্যা করা হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও জানান, তালার শাহজাদপুর গ্রামের রুবেল ও চুয়াডাঙ্গা জেলার পাঁচজন একসঙ্গে থাকতো। সিসিটিভির ফুটেজ দেখে হত্যার ঘটনায় জড়িত থাকায় দুই জনকে আটক করেছে মালয়েশিয়া থানা পুলিশ। একজন মালয়েশিয়া থেকে বাংলাদেশ চলে এসেছে। তালার রুবেলসহ বাকিরা পলাতক রয়েছে।  মেহেদী হাসান বলেন, মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশী দূতাবাসে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছেন, বড়দিনের ছুটি থাকায় মরদেহ ফেরত আনার কাগজপত্র ঠিক করা সম্ভব হয়নি।  তালা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হাজিফুর রহমান বলেন, বিভিন্ন মাধ্যমে বিষয়টি শুনেছি। তবে অফিশিয়ালি কোনো ম্যাসেজ এখনো পাইনি।

Check Also

ভোমরা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্র্যাকের যন্ত্রাংশসহ আটক ২

সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা থেকে ভারতীয় মটর পার্টসসহ একটি বাংলাদেশি ট্রাক আটক করেছে বিজিবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।