ক্রাইমবার্তা রিপোট: রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানায় আত্মঘাতী হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নব্য জেএমবির দুই নারী সদস্য জেবুন্নাহার শীলা ও তৃষামনির ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনা এ আদেশ দেন। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পক্ষ থেকে আজ এই দুই নারীকে আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। দুজনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আদালত পরে তাদের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন। জেবুন্নাহার মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে নিহত জঙ্গি ও অবসরপ্রাপ্ত মেজর জাহিদুল ইসলামের স্ত্রী। তৃষামনি পলাতক জঙ্গি মঈনুল ওরফে মুসার স্ত্রী।
Check Also
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করেননি সমাজী
জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক …