ক্রাইমবার্তা রিপোট:রাজধানীর দক্ষিণখানের পূর্ব আশকোনায় সূর্য ভিলায় নিহত কিশোর উগ্রবাদী আফিফ কাদেরীর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
আজ সোমবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ডিএমসিএইচ) ফরেনসিক বিভাগে ময়নাতদন্ত শেষ হয়।
পরে এক প্রেস ব্রিফিংয়ে ডিএমসিএইচ-এর ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের জানান, নিহতের শরীরে একাধিক গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার শরীর থেকে একটি গুলিও উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, গুলির আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। কেমিক্যাল এনালাইসিসের জন্য তার ভিসেরা সংগ্রহ করা হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য চুল, দাঁত, থাই মাসল সংগ্রহ করা হয়।
ডা. সোহেল মাহমুদ বলেন, মৃত্যুর আগে সে উত্তেজনানাশক কোনো ওষুধ সেবন করেছিলো কিনা তার জন্য ইউরিন ও ব্লাড সংগ্রহ করা হয়েছে। যা পরীক্ষার জন্য পাঠানো হবে।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) দক্ষিণখান থানার পূর্ব আশকোনার ৫০ নম্বর বাড়িতে (সূর্যভিলা) অভিযান চালায় পুলিশ। এসময় গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে এক নারী উগ্রবাদীসহ নিহত হন দু’জন এবং এক শিশু আহত হয়।
এর আগে সকালে পুলিশের আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণ করেছে দুই নারী ও দুই শিশু সন্তান।