ক্রাইমবার্তা রিপোট:আশুগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শরিফ মিয়া (৩৫) নামের এক ‘ডাকাত’ নিহত হয়েছে। এ সময় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ সোমবার ভোররাতে উপজেলার আশুগঞ্জ-তালশহর রাস্তার সোনারামপুর এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, শরিফের বিরুদ্ধে আশুগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় অনেক মামলা রয়েছে। আশুগঞ্জ থানায় ডাকাতিসহ আট মামলার আসামি ছিলেন। তাঁর বাড়ি উপজেলার চর চারতলা এলাকায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, কার্তুজ ও রামদা উদ্ধার করা হয়েছে বলেও পুলিশ দাবী করে।
পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শরিফকে উপজেলার আড়াইসিধা বাজার চারতলা থেকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যমতে তাঁকে নিয়ে উপজেলার সোনারামপুরে অভিযানে যায় পুলিশ। এ সময় শরিফের সহযোগীরা পুলিশের ওপর অতর্কিতে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালালে গোলাগুলি চলে। এ সময় ডাকাত শরিফ ও আশুগঞ্জ থানার এএসআই শারফিন গুলিবিদ্ধ হন। পরে তাঁদের দুজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক শরিফকে মৃত ঘোষণা করেন।