তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ইসরাফিলের স্ত্রীর আকুতি আমার বাচ্চকে মানুষ করতে চাই

ক্রাইমবার্তা রিপোট:মোঃ আকবর হোসেন,তালাঃ তালায় সড়ক দূঘটনায় নিহত ইসরাফিল শেখ এর একমাত্র পুত্র আরাফাত হুসাইন (৩) ও স্ত্রী ফতেমা বেগম অসহায় পরিবার কে টিকিয়ে রাখতে নিহতের স্ত্রী কে যে কোন বে-সরকারী  প্রতিষ্ঠানে চাকুরী দেওয়ার দাবি জানিয়েছে গ্রামবাসী।33
প্রকাশ, গত ২৪ডিসেম্বার বেলা অনুমান ১২টার সময় তালা উপজেলার মির্জাপুর নামক স্থানে সড়ক দূর্ঘটনায় নিহত হয় আবুল কাশেম শেখের পুত্র ইসরাফীল শেখ (২৫) । তার একম্ত্রা পুত্র আরাফাত হুসাইন (৩) স্ত্রী ফতেমা বেগম(২১) তিন জনের একটি হত দরিদ্র পরিবার । ইসরাফীল শেখ দূর্ঘটনায় মারা যাওয়ায় বিধবা স্ত্রী ফতেমা বেগম তিন বছরের বাচ্চা নিয়ে দারুন ভাবে দু:খের মধ্যে দিনাতিপাত করছেন । কিভাবে শিশুটিকে মানুষ করবেন এই প্রতিবেদকে সে জানায় । স্বামীর সংসার ছেড়ে তিনি অন্য কোথাও যাবেন না । তার ইচ্ছা বাচ্চাটি সুশিক্ষিত মানুষের মত গড়ে তোলা । ফতেমা  খাতুন (২১) এইচ,এস,সি পাশ । ১১সালের বন্যায় মাটির ঘর ভেঙ্গে পড়লে তৎকালীন তালা সদরের ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের সুপারিশে বাচঁতে শেখা এন,জি,ওর মাধ্যমে একটি চাচের বেড়া টিনের ঘর দিয়েছেন । বর্তমানে সেই ঘরে বসবাস  করেন। তার জমি জমা নাই । শ্বশুর জীবত আছেন কিন্ত বৃদ্ধ মানুষ । দ্বিনমজুর ইসরাফীল শেখ মাটির কাজ করে সংসার চালাতো । আকস্মিক মৃত্যুতে বাচ্চাটি নিয়ে অসহায় হয়ে পড়েছেন ফতেমা বেগম । তার আকুতি তার এতিম বাচ্চাকে লেখাপড়া সহ মানুষ করতে চাকুরী ব্যাবস্থা করার জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ও উপজেলা নির্বাহী অফিসার মো: ফরিদ হোসেন সহ সকল এন,জি,ও কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করা হয়েছে ।  তালা উপজেলাতে বহু এন,জিও আছে। যে কোন একটি এন.জিও যদি সুদৃষ্টি দেন তাহলে এতিম বাচ্চা সহ পরিবার টি বেঁচে যাবে । এলাকাবাসীসহ  সমাজের সকল হৃদয়বান মানুষ তার এ আকুতির প্রতি সাড়া দিয়ে এই অসহায় পরিবারের পাশে দাড়াবেন এটাই প্রতাশা রইল ।

Check Also

সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।