বিধ্বস্ত রুশ বিমানের লাশের খোঁজে ৩ হাজার উদ্ধারকর্মী

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক : কৃষ্ণ সাগরে বিধ্বস্ত রাশিয়ার টিইউ-১৫৪ বিমানটিতে লাশের খোঁজে ব্যাপক তল্লাশি শুরু করেছে প্রায় ৩ হাজার উদ্ধারকর্মী। দেহাবশেষ খুঁজতে ব্যবহার করা হচ্ছে উদ্ধারকারী জাহাজ, হেলিকপ্টার ও ড্রোন।
17
রুশ পরিবহনমন্ত্রী ম্যাক্সিম সোকোলভ জানিয়েছেন, ‘বিমানটি ধ্বংসের প্রকৃত কারণ খুঁজতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। তবে টিইউ-১৫৪ বিমানটির ব্ল্যাক বক্স এখনো খুঁজে পায়নি উদ্ধারকারী দল’। এদিকে জঙ্গি সংশ্লিষ্টতা থাকতে পারে কি না এমন প্রশ্নের জবাবে সোকোলভ বলেন, ‘এখনি বলা যাচ্ছে না জঙ্গি হামলা ছিল কিনা’।

এদিকে বিমান বিধ্বস্ত হয়ে ৯২ জন নিহতের ঘটনায় আজ সোমবার শোক পালন করছে রাশিয়া। রোববার সিরিয়া যাওয়ার পথে রুশ বিমানটি কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়। প্রথমে বিমানটি উধাও হয়েছে বলে জানালেও পরে জানানো হয় বিমানটি কৃষ্ণ সাগরে ধ্বংস হয়েছে এবং সবাই মারা গেছে।

টিইউ- ১৫৪ সামরিক বিমানটিতে রাশিয়ার সামরিক বাহিনীর ব্যান্ড দলের ৬৪ সদস্য ছাড়াও সাংবাদিক, এনজিও কর্মী এবং বিমানটির ক্রু ছিল। উড্ডয়নের দুই মিনিটের মাথায় রাডার থেকে হারিয়ে যায় বিমানটি। পরবর্তীতে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায় কৃষ্ণসাগরে।

রাশিয়ার সোচি প্রদেশ থেকে দেড় কিলোমিটার দূরে ৫০ থেকে ৭০ মিটার গভীরে ধ্বংসাবশেষের সন্ধান পায় উদ্ধারকর্মীরা। বিমা

Check Also

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া চিঠি গ্রহণ করেছে দিল্লি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া কূটনৈতিক পত্র গ্রহণ করেছে দিল্লি। এ তথ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।