ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:ব্রিটেনের পপগায়ক জর্জ মাইকেল মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।
স্থানীয় সময় রোববার মাইকেলের প্রকাশক এ তথ্য জানিয়েছেন।
ব্যান্ড দল ‘হোয়াম!’-এর জনপ্রিয়তা কাজে লাগিয়ে খ্যাতির চূড়ায় উঠেন মাইকেল। এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর জানিয়ে প্রকাশক বলেন, ‘গভীর শোকের সঙ্গে নিশ্চিত করছি যে, বড়দিনের সময় আমাদের প্রিয় ছেলে, ভাই ও বন্ধু জর্জ নিজ বাড়িতে স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন।’
‘এই কঠিন ও আবেগঘন সময়ে পরিবারের সদস্যরা চান, তাদের গোপনীয়তার প্রতি যেন সম্মান দেখানো হয়’, যোগ করেন প্রকাশক।
সম্প্রতি কিছুকাল লোকচক্ষুর আড়ালে ছিলেন মাইকেলে। এই সময়ে মাদকসংক্রান্ত কিছু উদ্ভট ঘটনার জন্য সংবাদমাধ্যমের শিরোনাম হন তিনি। ২০১৭ সালে একটি প্রামাণ্যচিত্র বের করার কথা ছিল তাঁর।
চলতি মাসের শুরুতে কিছু গণমাধ্যমের খবরে বলা হয়, আগামী বছর মুক্তি প্রতীক্ষিত একটি অ্যালবাম নিয়ে মাইকেলের সঙ্গে কাজ করছেন ‘নটি বয়’ হিসেবে পরিচিত প্রযোজক ও সংগীত রচয়িতা শহীদ খান।
গ্রিক বাবা ও ব্রিটিশ মায়ের সন্তান জর্জ মাইকেল ১৯৬৩ সালে উত্তর লন্ডনে জন্মগ্রহণ করেন। তাঁর পারিবারিক নাম ছিল জর্জিওস কিরিয়াকোস প্যানাইয়িওতোও।
‘ক্লাব ট্রপিকানা’, ‘লাস্ট ক্রিসমাস’, ‘কেয়ারলেস হুইসপার’, ‘ফেইথ’-এর মতো কয়েকটি গানের জন্য বিশ্বজুড়ে আলোচনায় আসেন মাইকেল। দীর্ঘ ক্যারিয়ারে তাঁর ১০ কোটির বেশি অ্যালবাম বিক্রি হয়েছে।