ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যে বড়দিনে ছয়টি দেহবিচ্ছিন্ন মাথায় উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া আরেক ঘটনায় সাতজনকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
রাজ্যের কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, জিকিপান পৌরশহরে ক্রিসমাসের দিনে ছয়টি মাথা পাওয়া যায়। এর পাশে জ্যালিসকো রাজ্যে প্রতিদ্বন্দ্বী মাদক গোষ্ঠীগুলো সহিংস তৎপরতা চালায়।
বিবৃতিতে বলা হয়, ছয় লোকের কারো পরিচয় পাওয়া যায়নি এবং তাঁদের শরীরগুলো মেলেনি।
এরই মধ্যে পার্শ্ববর্তী গেরেরো রাজ্যের নিরাপত্তা কর্মকর্তারা জানান, আতোয়াক ডি আলভারেজ এলাকায় বন্দুকধারীরা একটি বাড়িতে ঢুকে সাতজনকে গুলি করে হত্যা করে। এঁদের পাঁচজন একই পরিবারের এবং দুজন বিবাহিত দম্পতি।
রাজ্যের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র রবার্তো আলভারেজ হেরেদিয়া একটি বিবৃতিতে বলেন, বন্দুকধারীরা একজনকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু তারা সবাইকে মেরে ফেলে।