মানবপাচারকারী চক্রের ১৬ সদস্য আটক

ক্রাইমবার্তা রিপোট:রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে মানবপাচারকারী চক্রের ১৬ সদস্যকে আটক করেছে র‌্যাব। আটকরা লিবিয়ায় মানবপাচার করে আসছিলো বলে দাবি র‌্যাবের। 5

রোববার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে র‌্যাব-৩ এর একটি টিম।

অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে জাল ভিসা, অবৈধ পাসপোর্ট এবং পাসপোর্ট তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সোমবার সকালে র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল গোলাম সারওয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, লিবিয়া দূতাবাসের সহযোগিতায় অভিযানের সময় মানবপাচারের শিকার চার ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

তবে আটকদের নাম-পরিচয় এবং উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

পরে এ নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে প্রেস বিফিংয়ে বিস্তারিত জানানোর কথা বলেছেন র‌্যাবের এই কর্মকর্তা।

Check Also

সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত

মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।