মুক্তির আগেই ১০০ কোটি আয়

বিনোদন ডেস্ক : মুক্তির আগেই ১০০ কোটি রুপির বেশি আয় করেছে তেলেগু ভাষার একটি সিনেমা। ‘কয়েদি নং. ১৫০’ শিরোনামের এই সিনেমাটি তামিল ব্লকবাস্টার সিনেমা ‘কাঠথি’র রিমেক।

 

সিনেমাটি নির্মাণ করছেন ভি ভি বিনায়ক। আর এ সিনেমার মাধ্যমে দীর্ঘ নয় বছর পর রুপালি পর্দায় ফিরছেন দক্ষিণী সিনেমার মহাতারকা চিরঞ্জীবি।

কয়েদি নং. ১৫০ সিনেমার দৃশ্য

কয়েদি নং. ১৫০ সিনেমার দৃশ্য

নির্মাণাধীন এই সিনেমার টিজার বা ট্রেইলার কোনো কিছুই এখনো প্রকাশিত হয়নি। তবু সিনেমাটি ঘরে তুলেছে ১০০ কোটি রুপির বেশি। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

 

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সিনেমাটির স্যাটেলাইট রাইট এবং ডিস্ট্রিবিউশন স্বত্ব বিক্রি করেই এই মোটা অঙ্কের অর্থ ঘরে তুলেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান।

 

চিরঞ্জীবি ছাড়াও এতে অভিনয় করেছেন, কাজল আগরওয়াল, শ্রেয়া সরণ প্রমুখ। ২০১৭ সালে ১৩ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে। ভারতীয় চলচ্চিত্র বোদ্ধারা মনে করছেন ২০১৭ সালের সর্বাধিক প্রতীক্ষিত সিনেমা এটি। তবে মুক্তির পরই বোঝা যাবে বক্স অফিসে কতটা সফলতা পায় সিনেমাটি।

 

 

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।