শাহজালালে বিমানের আসনের নিচে সাড়ে ১১ কেজি স্বর্ণ

ক্রাইমবার্তা রিপোট:ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি বিমানের আসনের নিচ থেকে সাড়ে ১১ কেজি সোনা উদ্ধার করা হয়েছে।

সোমবার বেলা ১২টার দিকে বিমানবন্দরের কস্টমস কর্মকর্তারা ওই বিমানে তল্লাশি চালিয়ে আসনের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এ সোনা জব্দ করে।

ঢাকা কাস্টম হাউজের সহকারি পরিচালক এইচ এম আহসান কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা সাড়ে ১১টায় দোহা থেকে কাতার এয়ারওয়েজের ওই ফ্লাইটটি ঢাকায় নামে। অবতরণের আগেই ওই বিমানে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে আসছে, তাদের কাছে এমন গোপন সংবাদ ছিল।

আহসান কবির জানান, বিমানটি অবতরণের পর সেটিতে কাস্টম হাউজের কর্মকর্তারা তল্লাশি চালান। এক পর্যায়ে একটি আসনের নিচ থেকে ১০০টি সোনার বার উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সোনার পরিমাণ ১১ কেজি ৬০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা।

তবে এসময় কাউকে আটক করা যায়নি বলে জানান এই কাস্টম কর্মকর্তা।

আহসান কবির আরও জানান, স্বর্ণের এই চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

Check Also

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।