ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :অত্যাধুনিক প্রযুক্তির চালকবিহীন যুদ্ধবিমানের সফল পরীক্ষামূলক উড়ান হয়ে গেল চীনে। মার্কিন যুক্তরাষ্ট্রের এফ ৩৫ বিমানের বদলা হিসেবেই জে ৩১ মডেলের এই বিমানের পরীক্ষা করা হলো বলে মনে করছেন অনেকে। ওই মার্কিন বিমানের চেয়েও এটা উন্নতমানের বলে কেউ কেউ বলছেন।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকৈ জানানো হয়েছে, ‘বিমানের গঠন, ডানা এবং ইঞ্জিনে অনেক উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে।’ বিমান তৈরি করেছে চীনেরই একটি সংস্থা। প্রয়োজনে বিদেশেও এই বিমান বিক্রি করা হবে বলে জানানো হয়েছে। দাম পড়বে ৪৭৪ কোটি ডলার।