প্রয়াত হান্নান শাহ’র স্ত্রী অগ্নিদগ্ধ

ক্রাইমবার্তা রিপোট: রাজধানীর মহাখালীর ডিওএইচএস’র নিজ বাসায় প্রয়াত বিএনপি নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) হান্নান শাহ’র স্ত্রী নাহিদ হান্নান (৬৭) অগ্নিদগ্ধ হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল ৪ টার দিকে তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনেন তার ছেলে শাহ রেজাউল হান্নান।

বার্ন ইউনিটের চিকিৎসক ডা. সোহান জানান, তার শরীরের ৯ শতাংশ পুড়েছে। বাম হাত, ডান হাতের কব্জি ও মুখের কিছু কিছু অংশ ঝলসে গেছে। তাকে বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে।

রেজাউল হান্নান জানান, দুপুরে বাসায় মেহমান আসলে তার মা রান্নাঘরে খাবার গরম করতে যান। এ সময় তিনি দগ্ধ হয়েছেন।

Check Also

এমপি জগলুলের ভাই জহিরুল হায়দার বাবু গ্রেফতার

সাতক্ষীরার শ্যামনগর ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম জরুহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।