সাতক্ষীরায় শিশু পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ক্রাইমবার্তা রিপোট:নাজমুল আলম মুন্না, সাতক্ষীরা :বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির আয়োজনে এবং তেরিস হোমস এর সহয়োগিতায় বুধবার বিকাল সাড়ে ৪ টায় সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শিশু পাচার প্রতিরোধে কমিউনিটি ও নেটওয়ার্কিং সুদৃঢ়করনে জেলা পর্যায়ে কনসালটেশন বিষয়ক এক মতববিনিময় সভা এ্যাড.তসলিমা খাতুন ছন্দার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।33
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার ডেপুটি কমিশনার আবুল কাশেম মোঃ মহিউদ্দিন।  তিনি  বলেন আমাদের দেশে পাচারকারীর শাস্তি না হওয়ার ফলে পাচার প্রতিরোধ করা সম্ভব হচ্ছে। পাচারকারীরা যারা অসহায় অবস্থায় রয়েছে তাদেরকে   বিভিন্ন প্রলোভনসহ মগজধোলাই করে দেশে এবং বিদেশে পাচার করে থাকে। এজন্য জনসচেতনতাববৃদ্ধিসহ পাচার রোধে আমাদের দেশের মধ্যে কাজের পরিধি বাড়ানো  বা ইনকাম সোর্স বাড়ালে কিছুটা রোধ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী। এছাড়া অনুষ্ঠানে পাচারের কারন, কারা পাচারকারী, পাচারকারীর টার্গেট কারা, পাচারকারীর কৌশল, মানব পাচারের শাস্তি কি কি,পাচারের শিকার শিশু ওও নারীদের পুর্নবাসন, পাচারবিরোধী আইন, কোথায় অভিযোগ দায়ের করবেন, ভিকটিম বা মামলার সাক্ষীকে হুমকির দন্ডসহ যাবতীয় আইন সম্পর্কে আলোচনা করেন বক্তারা।
এ্যাডভোকেট মহিদ হোসেনের সঞ্চালনায়  সভায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারুক আহমেদ। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার শেখ শাহানেওয়াজ করিম, জেলা নাগরিক কমিটির আহবায়ক  শিক্ষাবিদ মোঃ আনিসুর রহিম, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, বরসা’র সহকারী পরিচালক  মোঃ নাজমুল আলম মুন্না, ৩৮ বিজিবি হাবিলদার মোঃ রেফায়েত হোসেন, এ্যাড. তৈহিদুর রহমান শাহীন ও বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত ।  এছাড়া অনুষ্ঠানে আইনজীবী,  মানবাধিকার কর্মী, শিক্ষক  ও সাংবাদিকববৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

এমপি জগলুলের ভাই জহিরুল হায়দার বাবু গ্রেফতার

সাতক্ষীরার শ্যামনগর ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম জরুহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।