জেলা পরিষদ নির্বাচন সংবিধান পরিপন্থী : মওদুদ

ক্রাইমবার্তা রিপোট:আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

জনগণের প্রত্যক্ষ ভোট ছাড়া জেলা পরিষদ নির্বাচন সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনায় মওদুদ আহমদ এ মন্তব্য করেন। তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সরকার যদি নিজেদের জনপ্রিয়তা নিয়ে সন্তুষ্ট হয়, তবে তাদের উচিত হবে শিগগিরই জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা।

মওদুদ আরো বলেন, ‘আমাদের সংবিধানে আছে আর্টিকেল ৫৯, ৬০-তে সব স্থানীয় সরকার জনগণের দ্বারা নির্বাচিত হতে হবে। এই জেলা পরিষদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে আরো ধ্বংস করবে। কারণ এটা সংবিধান পরিপন্থী। সেই আইয়ুব খানের বুনিয়াদী গণতন্ত্র এই সরকার আনতে চাচ্ছে। এই নির্বাচন একটি তামাশা ছাড়া কিছুই নয়।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন নাগরিক ঐক্যের  আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার শারীরিক অবস্থার খোঁজ নিতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান।

সেখানে মাহবুবু রহমান বলেন, ‘জেলা পরিষদ নির্বাচন খুব বির্তকিত ব্যাপার। এটা টাকার খেলা এবং চুরি-ডাকাতি এসবের একটা সংমিশ্রণ।’

জাসাসের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জেলা পরিষদ নির্বাচনে জনমতের কোনো প্রতিফলন নেই। তিনি বলেন, ‘তারা জোর করে যাদের নির্বাচিত করবেন জেলা পরিষদের চেয়ারম্যান। এটা তো একটা রসিকতা ছাড়া কিছু না।’

আগামীকাল বুধবার ৬১ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। এদের মধ্যে ২২ জেলায় ২২ জন চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এতে ভোট দেবেন স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা।

Check Also

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।